চাঁদপুর সদর

চাঁদপুরে ভোট কেন্দ্রে ৬শ’ ব্যালটের সন্ধান লাভ

চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কুমুরুয়া সূর্য্যরায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যের ৬শ’ ব্যালেট পেপারের সন্ধান পেয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ মীর।

মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১০টায় ব্যালেট পেপারের সন্ধান পেলেও বিষয়টি জানাজানি হয়নি। দুপুর ২টার দিকে স্থানীয়রা জানার পর গন্যমাধ্যম কর্মীরা বিষয়টি জেনে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যালেট পেপারগুলো বিদ্যালয়ের আলমিরাতে দেখতে পায়।

সোমবার (৩১ অক্টোবর) ওই ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৫টায় ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মো. কামরুজ্জামান বিদ্যালয়ের সহ-সভাপতি আঃ হান্নান মিয়াজীকে সকল প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যালেটপেপার নিয়ে আলমিরার চাবি বুঝিয়ে দেন।

প্রিজাইডিং অফিসার মো. কামরুজ্জামান জানান, ‘নির্বাচন চলাকালীন সময়ে সোমবার সকাল ৯টার দিকে একদল যুবক তার কাছ থেকে ব্যালেট পেপার ছিনতাই করে নিয়ে যায়। বিষয়টি তিনি তাৎক্ষনিক ওই কেন্দ্রের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাকে জানিয়েছেন।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ মীর জানান, ‘তিনি সকালে বিদ্যালয়ের আলমিরা খুলে এসব ব্যালেট পেপার আলমিরাতে পেয়েছেন এবং কিছু পেপার নিচেও পড়ে ছিলো। বিষয়টি তিনি তাৎক্ষনিক স্থানীয় মিয়াজী বাড়ীর বাদশা মিয়াজীসহ আরো লোকজনকে জানিয়েছেন। এই বিষয়ে সাধারণ ডায়েরী করার জন্য চাঁদপুর মডেল থানায় রওয়ানা হয়েছেন।’

চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আঃ আজিজ জানান, ‘এই বিষয় তিনি জানতে পেরেছেন। ওই কেন্দ্র থেকে যেসব ব্যালেট পেপার ছিনতাই হয়েছে, সেগুলো নিয়মানুসারে রিপোর্টে প্রিজাইডিং অফিসার হারিয়েছে দেখিয়েছেন। ওই কেন্দ্রে ভোট সংখ্যা ছিলো ১৫৪১, ভোট গ্রহন হয়েছে ১০৭৮, নষ্ট হয়েছে ৬৫, হারিয়েছে ১২০ এবং অব্যবহৃত ছিলো ২৭৮ ব্যালেট পেপার।’

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, ‘আমরাতো ব্যালেট পেপার কিংবা পেপারের মুড়ি গ্রহন করিনা। আমাদের নির্বাচনের বিধি অনুসারে পেপারগুলো বেগে করে সিলগালা করে আনা হয়। আমরা নিয়মানুসারে ওই কেন্দ্রের সকল পেপার পেয়েছি।’

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, ‘ব্যালেট পেপারের সন্ধান পাওয়া গেছে এমন তথ্য আমাদের কাছে নেই। তবে এখন যেহেতু তথ্য পেয়েছি আমরা ব্যালট পেপারগুলো উদ্ধার করবো।’

সিনিয়র করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৩:০০ এএম, ২ নভেম্বর ২০১৬, বুধবার
ডিএইচ

Share