চাঁদপুরে ভোটকেন্দ্রের বাইরে ছুরিকাঘাতে কিশোর হত্যার ঘটনায় নিহতের মা বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।
১০ অক্টোবর,শনিবারে ওই ঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিমউদ্দিন।
তিনি জানান, শহরের কোড়ালিয়া এলাকার মফিজ মিজির ছেলে মো. সাহেদকে (১৮) এতে আসামি করা হয়েছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন। তাকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
এর আগে শনিবার দুপুরে শহরের গনি মডেল হাইস্কুলের সামনে কথা কাটাকাটির জেরে নিহত হন মো. ইয়াসিন (১৮)। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত মো. ইয়াসিন শহরের কোড়ালিয়া এলাকার হারুন মোল্লার ছেলে। পেশা দর্জি শ্রমিক মো. ইয়াসিন চাঁদপুর পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হোসাইন আহমেদ হেলালের সমর্থক ছিলেন।
করেসপন্ডেট,১১ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur