চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর সমন্বয়ে একটি অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) চাঁদপুর জেলার পুরান বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় “নারায়ণ স্টোর” নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি ক্রয় ভাউচার ও ভ্যাট চালান ছাড়া সিগারেট ক্রয় করেছে, বিক্রয়ের সময় পাকা ভাউচার প্রদান করেনি এবং নকল ব্যান্ডরোল ব্যবহৃত সিগারেট বিক্রি করেছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান উক্ত জরিমানার আদেশ প্রদান করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকবে বলে প্রতিষ্ঠানটি অঙ্গীকার করে।
অভিযান চলাকালে নকল ব্যান্ডরোল ব্যবহৃত সিগারেট জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে আশপাশের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ সংক্রান্ত লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয় এবং ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
২৬ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur