চাঁদপুর শহরের হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ও চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এ মহড়ার আয়োজন করা হয় ।
মহড়ায় অংশ নেন চাঁদপুর ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্ট, রোভার স্কাউট, আনসার বিডিপি ও পুলিশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামছুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ লূৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশ্রাফুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএ মতিন মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক রতন কুমার, সিনিয়র স্টেশন অফিসার মোঃ ইকবাল হোসেন, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকতা এ কেএম মুজিবুর রহমান ,জেলা রোভার স্কাউট সম্পাদক নজরুল ইসলাম।
স্টাফ করেসপন্ডেন্ট|| আপডেট: ১১:৩০ পিএম, ৩১ জানুয়ারি ২০১৬, রোববার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur