Home / চাঁদপুর / চাঁদপুরে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারক চক্রের ফাঁদ
নিয়োগ

চাঁদপুরে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারক চক্রের ফাঁদ

একটি জাতীয় দৈনিকের নাম ব্যবহার করে চাঁদপুর আড়াইশ শয্যা বিশিষ্ট হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার ফাঁদ পেতেছে একটি চক্র। এ ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে চাঁদপুর মডেল থানায় জিডি করা হয়েছে।

জানা যায়, চাঁদপুর এবং এর আশপাশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ফেসবুক গ্রুপে বিজ্ঞপ্তিটি প্রচার হয়েছে। ব্যক্তিগত উদ্যোগেও অনেকে না জেনে নিজের ওয়ালে শেয়ার করেছেন।

প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটির ছবির ক্যাপশন বিবরণীতে উল্লেখ করা হয়- ‘এই চাকরিতে বাংলাদেশের সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন নারী ও পুরুষ উভয় পদ অনুযায়ী আবেদন করতে পারবেন। তবে আবেদনকারী পুরুষ বা মহিলা প্রত্যেকের বয়স ১৮-৩৫ বছরের মাঝে হতে হবে এবং সেসব চাকরি প্রার্থীরা প্রত্যেকেই আবেদন করতে পারবেন।’

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় দৈনিক ‘নয়া দিগন্ত’ এর লোগো সম্বলিত প্রচারিত চাঁদপুর সদর হাসপাতালের নামে নিয়োগ বিজ্ঞপ্তিটি নয়া দিগন্ত বা সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ প্রকাশ করেনি।

নিয়োগ

এ বিষয়ে শুরুতেই কথিত নিয়োগ বিজ্ঞপ্তির ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের সময় হিসেবে ৩ নভেম্বর, ২০২৪ উল্লেখ রয়েছে এবং ছবির উপরে ‘নয়া দিগন্ত’র লোগো যুক্ত আছে।

এছাড়াও যে কোনো একটি পদে বা প্রযোজ্য যোগ্যতা থাকলে একাধিক পদে আবেদন দাখিল করতে পারবেন উল্লেখ করে, উক্ত পদ সমূহের জন্য আগ্রহী প্রার্থীদের ৩ নভেম্বর দুপুর ১২টার মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্তসহ মেইল করতে বলা হয়েছে।

এ বিষয়ে আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ‘নয়া দিগন্ত’-এর প্রিন্ট সংস্করণে প্রকাশিত হয়েছে কিনা তা জানতে বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখের সূত্র ধরে গত ২৬ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত প্রকাশিত নয়া দিগন্তর প্রিন্ট সংস্করণ পর্যবেক্ষণ করে দেখেছে এ নিয়োগ বিজ্ঞপ্তিটির সন্ধান মেলেনি।

এছাড়াও প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত ‘সদর হাসপাতাল, চাঁদপুর-নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪’ দাবিতে প্রচারিত এ নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং ‘সদর হাসপাতাল, চাঁদপুর-নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪’ দাবিতে নয়া দিগন্তর লোগো সম্বলিত একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ বানোয়াট।

সফিকুল ইসলাম নামে এক চাকরি প্রত্যাশী বলেন, আমি দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছিলাম। ফেসবুকে এ নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার পর আমি আবেদন করি। সে অনুযায়ী রোববার আমার মোবাইলে এসএমএস আসে। আমি ৩১০ টাকা দিয়ে আবেদন করেছি। পরে যখন খোঁজ নিলাম, তখন জানতে পারি এটি একটি প্রতারক চক্র।

একই অভিযোগ করে চাকরিপ্রত্যাশী লাখী আক্তার বলেন, আবেদন করার পরে একটি এসএমএস আসে ‘অভিনন্দন প্রিয় প্রার্থী, আপনি নির্বাচিত হয়েছেন, জেনারেল হাসপাতাল, চাঁদপুর পদবি (রিপোর্ট ডেলিভারি কাউন্টার) যোগদানের তারিখ এবং তথ্য পরবর্তী এসএমএস জানানো হবে। অনুগ্রহ করে ব্যাংক ড্রাফট সম্পূর্ণ করুন, টাকা ৩১০/-নগদ মোবাইল ব্যাংকিং সেন্ডমানি নম্বর আপনার রেফারেল আইডি ৩৬৭৪; পে-করার ১ মিনিটের কনফার্মেশন এসএমএস যাবে অটোমেটিক। টাকা পাঠানোর শেষ সময় আজ দুপুর (৩ নভেম্বর), ১:৩০ মিনিট। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পাঠাতে ব্যর্থ হলে বাতিল বলে গণ্য হবে। ধন্যবাদ।

তিনি বলেন, যখন দেখলাম ব্যাংক ড্রাফটের জন্য নগদ নম্বর দেওয়া হয়েছে। তখন সন্দেহ হয়। খোঁজ নিয়ে জানতে পারি এই নিয়োগ নাকি চাঁদপুর সদর হাসপাতাল দেয়নি। পরে আর আমি টাকা পাঠাইনি।

এ বিষয়ে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান জানান, ‘নয়া দিগন্ত’ এর লোগো ব্যবহার করে সম্প্রতি চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের একটি নিয়োগ বিজ্ঞপ্তির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া। কেউ যেন প্রতারিত না হয়। এজন্য আমরা চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।

স্টাফ করেসপন্ডেট,৪ নভেম্বর ২০২৪