চাঁদপুর

চাঁদপুরে ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সনদ বিতরণ

চাঁদপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ওয়ার্ড প্লাটুন ভিত্তিক ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের সনদপত্র ও কার্ড বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ১ টায় সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে বহরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষণগ্রহনকারী সদস্যদের মাঝে সনদপত্র ও কার্ড বিতরণ করেন চাঁদপুর জেলা কমান্ড্যান্ট এ এস এম আজিম উদ্দিন।

এ প্রশিক্ষণের আওতায় যে সব প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করছেন তাদেরকে আনসার ভিডিপি এটুআই ইনোভেশন প্রজেক্ট জননিরাপত্তা নেটওয়ার্ক ন্যাশনাল ডাটাব্যাজ প্রশিক্ষণের মাধ্যমে সদস্য করা হয়েছে। উক্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে ৩২জন নারী ও ৩২ জন পুরুষকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

এর মধ্যে তাদেরকে মৌলিক প্রশিক্ষণ হিসেবে মৎস্য, কৃষি, প্রাণী সম্পদ, স্বাস্থ্যসহ সেবামূলক কাজের প্রশিক্ষণ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আনসার ভিডিপি উপজেলা কর্মকর্তা মো. এনায়েত, সদর উপজেলার প্রশিক্ষক রাজিয়া সুলাতানা, মনিটরিং মাঠ কর্মী সাইফুল ইসলাম।

মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ ১১: ৩০ পিএম, ৮ আগস্ট ২০১৭, সোমবার
ডিএইচ

Share