চাঁদপুরে ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্ট উদ্ধোধন করা হয়েছে। শনিবার রাতে ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে এর কার্যক্রম সূচনা করেন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ভাষাবীর এমএ ওয়াদুদের কন্যা ডা. দীপু মনি এমপি। ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাষ্টে বিনা মূল্যে সকলের জন্য প্রশিক্ষণ উন্মুক্ত করা হয়েছে। এখানে কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ, আইটি সেকসনসহ অনলাইনে ইনকাম সোর্স করা যায় তার প্রশিক্ষণ করা দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, ভাষাবীর এমএ ওয়াদুদের ছেলে ডা. জে আর ওয়াদুদ টিপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুল হক মন্টু পাটোয়ারী, তাফাজ্জল হোসেন (এসডু পাটোয়ারী), চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান, সাবেক সহ-সভাপতি হেলাল হোসাইন, বর্তমান সভাপতি শেখ মো. মোতালেব, শহর ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, সাধারণ সম্পাদক সোহেল রানা, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পারভেজ প্রমুখ।
শরীফুল ইসলাম, স্পেশাল করেসপন্ডেন্ট
।।আপডেট : ৯:০০ পিএম, ১৭ জানুয়ারি ২০১৫, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur