চাঁদপুর

চাঁদপুরে ভাঙ্গন কবলতি ৫২ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বরে মেঘনার ভাঙ্গনে কবলিত প্রায় ৫২টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আলম, সাইফুর ইসলাম, এডভোকেট সাইফুদ্দিন বাবু, সদর উপজেলা সেচ্ছা সেবকলীগের আহ্বায়ক মোঃ সফিকুর রহমান গাজী প্রমুখ।

জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেন, বন্যা মোকাবেলার জন্য চাঁদপুর জেলা প্রশাসনের সকল ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে। বন্যা মোকাবেলায় সকলকে এগিয়ে আসতে হবে।

About The Author

প্রতিবেদক- আনোয়ারুল হক
Share