Home / চাঁদপুর / চাঁদপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হলো ঈদুল ফিতর
EID --------

চাঁদপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হলো ঈদুল ফিতর

এক মাস সিয়াম সাধনার পর এল খুশির ঈদ। অত্যন্ত সুন্দর পরিবেশে এবার চাঁদপুরের সকর উপজেলায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো পবিত্র ঈদুল ফিতর। ঈদ আনন্দের দিন মুসলমানদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব। চাঁদপুর জেলার ৮ উপজেলায় ৪ হাজার ৮শ ৭২টি মসজিদ রয়েছে। এর মধ্যে প্রায় ৫ শতাধিক মসজিদ রয়েছে পাঞ্জেগানা। বাকিগুলো জামে মসজিদ। এসব মসজিদে বা তৎসংরগ্ন ঈদগাহেই ঈদের জামাত হয়ে থাকে।

রেডিও-টেলিভিশনে,বেজে চলেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কালজয়ী গান,‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।’

জেলার প্রায় সব মসজিদেই দেশ-জাতি ও ফিলিস্তিনের জন্য বিশেষ দোয়া করা হয়েছে।ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হযে থাকে ঈদের আনুষ্ঠানিকতা। কুশল বিনিময়,কোলাকুলি,স্বজনের কবর জিয়ারত,আত্মীয়-স্বজনদের বাড়ি বাড়ি ঘুরে দেখা সাক্ষাৎ করে আজ সময় পার করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সোমবার ঈদুল ফিতর উদ্‌যাপনের ঘোষণা দেয়া হয়। এরপর থেকেই শুরু হয় সামাজিক মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময়।
EID---------------

এ ঈদুল ফিতরে চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে পর পর ৩টি জামাত অনুষ্ঠিত হয়। জেলার বাকি সকল মসজিদ ও ঈদগায় সোমবার সকালে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় ঈদের আনুষ্ঠানিকতা। অনেক আগ থেকেই নির্ধরিত হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে প্রথম জামাত সকাল ৭ টায়,২য় জামাত সকাল ৮ টায় এবং শেষ জামাত বেলা ১০ টায় অনুষ্টিত হয়।

রমজান মহান আল্লাহর পক্ষ থেকে রহমত,বরকত ও মাগফিরাতের সুসংবাদ নিয়ে আসে। মুসলমানরা সিয়াম সাধনার মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করার চেষ্টা চালান। পার্থিব জীবনে মুসলমানদের জন্য এটা অনেক বড় আনন্দের বিষয়। আরও আনন্দের বিষয় হচ্ছে মাহে রমজান শেষে খুশির ঈদ। কারণ এ ঈদ ফিতরা দিয়ে গরিবের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। ঈদ ধনী-গরিবের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি করে।

eid
পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জেলার পৌরসভার ঈদগাহে সকাল সাড়ে আটটায়। জেলার সব উপজেলায় আগেরমতোই ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। কোনো্ কোনো জামাত শুরু হয় সকাল ৭টায়, আটটায়,৯টায়,১০টায়। এ ছাড়া দেশের সব ঈদগাহ ও পাড়া–মহল্লার জামে মসজিদগুলোতে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

আবদুল গনি
৪ এপ্রিল ২০২৫
এজি