চাঁদপুর শহরে যানজট নিরসনকল্পে অবৈধ ব্যাটারিচালিত রিক্সার ওপর অভিযান করেছে পৌর কর্তৃপক্ষ। রোববার (২ অক্টোবর) বিকেলে শহরের ৩ টি স্পটে পৌরসভার কর্মচারীরা এ অভিযান পরিচালনা করে।
এ সময় শহরের পালবাজার এলাকা,শপথ চত্বর ও ইলিশ চত্বর এলাকায় বেশ কয়েকটি অবৈধ ব্যাটারি চালিত রিক্্রার ব্যাটারি ও মেশিন ভাংচুর করা হয় ।
চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভুইয়া ও লাইসেন্স পরিদর্শক মোঃ মোশারফ হোসেনের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন সহকারী লাইসেন্স পরিদর্শক মোহাম্মদ রফি রাসেল, মো. শাহরিয়ার,মোঃ এনায়েত হোসেন সহ অন্যান্যরা।
চাঁদপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো. মোশারফ হোসেনের সাথে আলাপকালে তিনি জানান, ‘সনাক ও টিআইবি কর্তক আয়োজিত মতবিনিময় সভার সিদ্বান্ত মোতাবেক পৌর কর্তৃপক্ষের উদ্দেগ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ১৪ টি ব্যাটারি চালিত রিক্্রার মেশিন সহ ব্যাটারি ভাংচুর করা হয়। পৌরসভার পক্ষ থেকে এ অভিযান সমসময়ই অব্যহত থাকবে । শহরে যাতে যানজট না সৃষ্টি হয় এ জন্য পৌর কর্তৃপক্ষ এ অভিযান পরিচালনা করছে।’
: আপডেট, বাংলাদেশ সময় ০৫:০০ এএম, ০৩ অক্টোবর ২০১৬, সোমবার
ডিএইচ