চাঁদপুররে ৮ উপজলোয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ২০১৭-২০১৮ অর্থ বছররে ফেব্রæয়ারি পর্যন্ত ১শ’৮ কোটি ২৪ লাখ ১৩ হাজার টাকা কৃষিঋণ ও দারিদ্রবিমোচন বিতরণ করেছ বলে জেলা কৃষি ঋণ কমিটির এক সূত্রে জানা গেছে । যার বিতরণের হার ৫৫ ভাগ। ওই সব ব্যাংকে ২০১৭-২০১৮ র্অথবছরে বরাদ্দ ছিল ১৯৬ কোটি ৭১ লাখ ৯০ হাজার টাকা ।
সংশিষ্ট ব্যাংকের আঞ্চলকি র্কাযালয়ের সূত্র মতে,সোনালী ব্যাংকের ২০ টি শাখার মাধ্যমে ফেব্রুয়ারি পর্যন্ত ৪ কোটি ৪৩ লাখ ৪২ টাকা,অগ্রণী ব্যাংকরে ২০ টি শাখার মাধ্যমে ১০ কোটি ৩৫ লাখ ৪২ হাজার,জনতা ব্যাংকরে ১৫ টি শাখার মাধ্যমে ১৯ কোটি ২৫ লাখ ৮০ হাজার টাকা, বাংলাদশে কৃষি ব্যাংকরে ২৮ টি শাখার মাধ্যমে ৬৬ কোটি ৯৮ লাখ ৮৮ হাজার টাকা।
কর্মসংস্থান ব্যাংকরে ৪ টি শাখার মাধ্যমে ৫ কোটি ৪২ লাখ ২০ হাজার টাকা, রূপালী ব্যাংকে মাধ্যমে ৩২ লাখ ৪১ হাজার টাকা ও বেসিক ব্যাংক ১ কোটি ৩৩ লাখ টাকা বিতরণ করছে ।
এদিকে ওই সব ব্যাংকরে শাখাগুলোতে ২০১৭-২০১৮ র্অথবছরে ফেব্রুয়ারি পর্যন্ত বকেয়া সহ ১১ কোটি ২ লাখ ৫৯ হাজার টাকা বিভিন্ন গ্রাহকদরে কাছ থেকে আদায় করেছে।
এ ছাড়া ৩ শ’৬৯ কোটি ৮০ লাখ ৬০ হাজার টাকা বকয়ো হিসেবে জেলার কৃষি,দারিদ্রবিমোচন ও অন্যান্য খাতে পড়ে আছে। ব্যাংকগুলোতে মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ ৮৪ কোটি ৭ লাখ ৬১ হাজার টাকা।
অগ্রণী ব্যাংকের সহকারী জেনারেল ম্যানেজার গীতা রাণী মজুমদার বলেন,‘ বিভিন্ন শ্রেণিভিত্তিক ঋণ আদায়ে অগ্রণী ব্যাংক গ্রাহকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে।ব্যাংক কর্মকর্তগণ যেমন ঋণ আদায় করছে তেমনি তাৎক্ষণিক ঋণ প্রদানও করে যাচ্ছে।’
এদিকে চাঁদপুরের বেসরকারি ব্যাংকগুলো ৭৩ কোটি ৪৮ লাখ ৮২ হাজার টাকা বিতরণ করেছে এবং আদায় করেছে ৬৮ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার টাকা ।
প্রতিবেদক : আবদুল গনি
আপডেট, বাংলাদেশ সময় ৫:১০ পিএম,১৫ এপ্রিল ২০১৮,শনিবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur