Home / জাতীয় / অর্থনীতি / চাঁদপুরে ব্যাংকগুলোর ২৬ কোটি ৪১ লাখ টাকা কৃষিঋণ ও দারিদ্রবিমোচন খাতে বিতরণ
LOAN

চাঁদপুরে ব্যাংকগুলোর ২৬ কোটি ৪১ লাখ টাকা কৃষিঋণ ও দারিদ্রবিমোচন খাতে বিতরণ

চাঁদপুররে ৮ উপজলোয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ২০১৯-২০ অর্থ বছররে সেপ্টেম্বর পর্যন্ত ২৬ কোটি ৪১ লাখ ২৪ হাজার টাকা কৃষিঋণ ও দারিদ্রবিমোচন বিতরণ করেছ বলে জেলা কৃষি ঋণ কমিটির এক সূত্রে জানা গেছে । যার বিতরণের হার বরাদ্দের ১১ % । ওই সব ব্যাংকে ২০১৯-২০ র্অথবছরে বরাদ্দ ২৪৮ কোটি ৭২ লাখ ৮৮ হাজার টাকা ।

সংশিষ্ট ব্যাংকের আঞ্চলকি র্কাযালয়ের সূত্র মতে,সোনালী ব্যাংকের ২০ টি শাখার মাধ্যমে সেপ্টেম্বর পর্যন্ত ১ কোটি ৭ লাখ ৪৩ হাজার টাকা, অগ্রণী ব্যাংকরে ২০ টি শাখার মাধ্যমে ২ কোটি ৯৩ লাখ ৭৭ হাজার, জনতা ব্যাংকরে ১৫ টি শাখার মাধ্যমে ৭২ লাখ ৬ হাজার টাকা, বাংলাদশে কৃষি ব্যাংকরে ২৮ টি শাখার মাধ্যমে ১৮ কোটি ৫৮ লাখ টাকা।

কর্মসংস্থান ব্যাংকরে ৪ টি শাখার মাধ্যমে ২ কোটি ৯৮ লাখ ৪৫ হাজার টাকা, রূপালী ব্যাংকে মাধ্যমে ১১ লাখ ৫০ হাজার টাকা ।

এ দিকে ওই সব ব্যাংকরে শাখাগুলোতে ২০১৯-২০ র্অথবছরে সেপ্টেম্বর পর্যন্ত বকেয়াসহ আদায় করেছে ১৩ কোটি ৭ লাখ ২৮ হাজার টাকা বিভিন্ন গ্রাহকদরে কাছ থেকে আদায় করেছে।

এ ছাড়া ৩৪৮ কোটি ৪৫ লাখ ৬৪ হাজার টাকা বকয়ো হিসেবে জেলার কৃষি,দারিদ্রবিমোচন ও অন্যান্য খাতে পড়ে আছে। ব্যাংকগুলোতে মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ ৮০ কোটি ৫০ লাখ ৫২ হাজার টাকা।

অগ্রণী ব্যাংকের একজন ব্যাংক কর্মকর্তা জানান ,‘ বিভিন্ন শ্রেণিভিত্তিক ঋণ আদায়ে অগ্রণী ব্যাংক গ্রাহকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ব্যাংক কর্মকর্তগণ যেমন ঋণ আদায় করছে তেমনি তাৎক্ষণিক ঋণ প্রদানও করে যাচ্ছে।’

এদিকে চাঁদপুরের ২১ টি বেসরকারি ব্যাংকগুলো ৪ কোটি ৯২ লাখ ৭৯ হাজার টাকা বিতরণ করেছে এবং আদায় করেছে ৮১ লাখ ৪৮ হাজার টাকা ।

প্রতিবেদক : আবদুল গনি
আপডেট, বাংলাদেশ সময় ১২:০০ পিএম,১ নভেম্বর ২০১৯,শুক্রবার