Home / শীর্ষ সংবাদ / চাঁদপুরে ব্যাংকগুলোর লাভ ১২১ কোটি টাকা
tK.....
প্রতীকী ছবি

চাঁদপুরে ব্যাংকগুলোর লাভ ১২১ কোটি টাকা

চাঁদপুর জেলার জেলা সদরসহ ৮ উপজেলার সোনালী ব্যাংকের ২০ টি, অগ্রণী ব্যাংকের ২১ টি, কৃষি ব্যাংকের ২৮ টি, জনতা ব্যাংকের ১৫ টি ও রূপালী ব্যাংকের ১৩ শাখা রয়েছে । এর মধ্যে কয়েকটি ব্যতীত সবগুলোই আভজনক শাখা খুবই কম।

২০২১- ২০২২ বছরের জানুয়ারি-জুন এবং ২০২২-২৩ অর্থবছরের জুলাাই-ডিসেম্বর পর্যন্ত ১ বছরে ১২১ কোটি ৩ লাখ টাকা লাভ করেছে।

এদিকে জেলায় আরোও ২৪টি বেসরকারি ব্যাংকের শতাধিক শাখা রয়েছে। এগুলোর নিযন্ত্রণকারী আঞ্চলিক কার্যালয় চাঁদপুরে নেই বলে লাভের তখ্য এ সংবাদে সম্পৃক্ত করা যায় নি।

সংশ্লিষ্ঠ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সুত্রে ৪ জানুয়ারি দুপুরে জানা গেছে-এর মধ্যে সোনালী ব্যাংক জানুয়ারি-ডিসেম্বর ২০২২ পর্যন্ত ৪১ কোটি ৭৬ লাখ টাকা, অগ্রণী ব্যাংক ৩২ কোটি টাকা, কৃষি ব্যাংক জুলাই -ডিসেম্বর পর্যন্ত ২ কোটি ৩ লাখ টাকা,জনতা ব্যাংক ২১ কোটি ১৪ লাখ টাকা,রূপালী ব্যাংক ১৬ কোটি ২৪ লাখ টাকা এবং গ্রামীণ ব্যাংক ৭ কোটি ৮৬ লাখ টাকা লাভ করেছে ।

আবদুল গনি ,
চাঁদপুর টাইমস
৪ জানুয়রি