চাঁদপুরে সোনালী ব্যাংকের টয়লেট থেকে মঙ্গল হরিজন নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ অক্টোবর) রাত ১০টায় শহরের চিত্রলেখা মোড়ে অবস্থিত সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের চতুর্থ তলার টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনেরা জানান, বুধবার ব্যাংকের কাজের নির্দিষ্ট সময় পরও মঙ্গল বাড়ি ফিরে না গেলে তার ছেলে অফিসে খোঁজ নিয়ে আসেন। এ সময় তিনি বাড়ি চলে গেছেন বলে জানান দায়িত্বরত দারোয়ান। তবে ছেলে বেশ কয়েকবার খোঁজ নিতে আসায় দারোয়ান ভেতরে গিয়ে টয়লেট চেক করে দেখতে পান সেখানে মঙ্গলের মরদেহ পড়ে আছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিচ্ছন্নতার কাজ করার কোনো এক সময় হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। নিহত মঙ্গল শহরের বাসস্ট্যান্ড স্বর্ণখোলা সুইপার কলোনি এলাকার বাসিন্দা।
চাঁদপুর সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মাহবুব আলম বলেন, “মঙ্গল হরিজন শারীরিকভাবে অসুস্থ ছিলেন এটা তার পরিবার থেকে শুনেছি। এভাবে তার মৃত্যু হবে তা বুঝতে পারিনি। উনি মানুষ হিসেবে ভালো ছিলেন।”
চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু বলেন, “সোনালী ব্যাংকের টয়লেট থেকে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার মিয়া বলেন, “অপমৃত্যুর মামলা করা হবে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্টাফ করেসপন্ডেট/ ৯ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur