জাতীয় দৈনিক আমাদের সময় পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার ও নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সভাপতি এম এ লতিফ ও দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার সহকারী সম্পাদক, চাঁদপুর প্রেসক্লাবের সদস্য এবং কর্ণার ডেভোলাপারস এর চেয়ারম্যান রোটাঃ আবদুল্লাহ আল মামুনের পিতা চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আবুল হোসেন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।
সোমবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি শহরের ফেমাস হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
বাদ মাগরিব শহরের বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ইমামতি করেন মরহুমের ছেলে মো. মামুন। পরে শহরের কোড়ালিয়া রোডে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
নামাজে জানাযা পূর্বে বক্তব্য দেন রেলওয়ে বায়তুল আমিন জামে মসজিদের খতিব মুফতি বোরহান উদ্দিন, পেশ ইমাম মুফতি আবু জাফর ও মরহুমের ছেলে সাংবাদিক এমএ লতিফ।
নামাজে জানাযায় শহরের বিভিন্ন ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, সাংবাদিক, আইনজীবীসহ ধর্মপ্রাণ মুসল্লীগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মরহুম হাজী আবুল হোসেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। মরহুমের মৃত্যুতে চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর নেতারা শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক,৫ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur