চাঁদপুরে গভীর রাতে মেয়ে সেজে বোরকা পরে বিচরণ করার সময় চোর ভেবে কথিত এক জিনের বাদশাকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী।
১৯ মার্চ রাত ২টার দিকে চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়ন বহরিয়া বাজারে এই ঘটনা ঘটে। কথিত জিনের বাদশা সোহাগ বহরিয়া এলাকার মো. খোকন ছেলে।
স্থানীয়রা জানান, জিনের বাদশা পরিচয় দিয়ে সোহাগ দীর্ঘদিন যাবৎ কবিরাজি ব্যবসা চালিয়ে যাচ্ছে। জ্বীন ছুটানো, বান টোনা ও বিভিন্ন রোগের সমস্যা সমাধান করে দেওয়ার কথা বলে সোহাগ কবিরাজি করে আসছে।
ঘটনার রাতে মেয়ে সেজে বোরকা পরে জিনের বেশ ধরে বাজারের দোকানের পিছন দিয়ে যাওয়ার সময় চোর ভেবে স্থানীয় এলাকাবাসী ধাওয়া দেয়। দীর্ঘ এক ঘন্টা প্রচেষ্টার পর অবশেষে এই জিনের বাদশা সোহাগকে ধরে গণধোলাই দেয়। পরে তার কাছ থেকে কবিরাজি তাবিজ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সোহাগ এভাবেই জিনের বাদশা সেজে কবিরাজি করে সাধারণ মানুষদের ধোকা দিয়ে আসছে। সাধারণ অসহায় মানুষ তার কাছে প্রতারিত হচ্ছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবী জানান ভুক্তভোগীরা।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ২০ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur