চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলার রসুলপুর এলাকায় বোগদাদাদ বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কুমিল্লাগামী বোগদাদ বাস (ঢাকা মেট্রো ব-১৫-১৫৯৮৬২) ও শাহরাস্তিগামী মোটরসাইকেলে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জাহিদ হোসেন (৩০) ও আরোহী জাবেদ হোসেন (১৯) নিহত হয়। এরা উভয়ে ছাত্র শিক্ষক ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ওই সড়কের রসুলপুর এলাকায় রাস্তায় বাক সরলীকরন (বাকাঁ) থাকায় দেখতে না পাওয়ায় আকস্মিক ভাবে মোটরসাইকেলটি বাসের নিচে পিষ্ট হয়ে যায়।
নিহতরা হলেন, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নোয়গাঁও গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জাহিদ হোসেন ও কুমিল্লার লাকসাম উপজেলার দামতিয়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে জাবেদ হোসেন। ঘটনার পর বাস চালক পালিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কচুয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। দূর্ঘটনা নিশ্চিত করেছেন কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১০ জানুয়ারি ২০২৩