চাঁদপুর

চাঁদপুরে বৈশাখী আনন্দ মেলার সময় বাড়লো দু’দিন

চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে মাসব্যাপী বৈশাখী আনন্দ মেলার সময় বাড়লো আরো দু’দিন। গত ২৩ মার্চ মাসব্যাপী মেলার ফিতা কেটে উদ্ভোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

ওই দিন থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে মাসব্যাপী এ মেলা চলে আসছে । ২৩ এপ্রিল মেলা সমাপ্ত হওয়ার কথা থাকলেও তা’ হয় নি । মেলায় আগত দর্শনার্থীদের অনুরোধে ২৪ এপ্রিল দিনব্যাপী মেলার কার্যক্রম চলতে থাকে।

মেলার সময় বাড়ানোর জন্য দর্শনার্থীদের কথা বিবেচনা করে মেলার আয়োজক ও ব্যবসায়ীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে ্আলোচনা করে ২৫ এবং ২৬ এপ্রিল এ দু ’ দিন মেলার সময়সীমা বাড়ান।
সরেজমিনে দেখা যায়, চাঁদপুর প্রেসক্লাব ভবনের নিচুতলা হতে শুরু করে সামনের মাঠ পর্যন্ত স্টল সাজিয়ে মেলার আয়োজন করা হয়। এ সব স্টল গুলোতে পাওয়া যাচ্ছে দেশি-বিদেশি থ্রি পিচ, শাড়ি, জুতো, বোরকা, প্রসাধনী, খেলনা সামগ্রী, জুয়েলারী, লেদার, গিফট সামগ্রী ও মাটির তৈরি লোকজ পণ্যের বিশাল সমাহার।

এ সব পণ্য সামগ্রীর মধ্যে মেলার বিশেষ আকর্ষণ হলো নিউ নবরুপা টেক্সটাইলের ৯ শ’ টাকায় তিন সেট থ্রি পিছ। দর্শনার্থীরা এ পণ্য সামগ্রী নিজেদের সুবিধা মতো দামে ক্রয় করছেন ।

: আপডেট ৮:০০ পিএম, ২৪ এপ্রিল ২০১৬, রোববার
ডিএইচ

কবির হোসেন মিজি [/author]

Share