Home / চাঁদপুর / চাঁদপুরে বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পুকুরে, আতঙ্কে এলাকাবাসী
বৈদ্যুতিক

চাঁদপুরে বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পুকুরে, আতঙ্কে এলাকাবাসী

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের প্রচন্ড ঝড়ে বৈদ্যুতিক খুঁটিটি ভেঙ্গে পুকুরে পড়ে আছে। আতঙ্কে রয়েছেন স্থানীয় এলাকাবাসী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কয়েকবার জানানোর পরও খুঁটিটি সড়ানো হচ্ছে না বলে জানান ভুক্তভোগীরা।

৯ জুন বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের গুলিশা গ্রামের ৯ নং ওয়ার্ড রব তফাদার বাড়ি পুকুরে এমন দৃশ্য দেখা যায়।

নজরুল ইসলাম, হারুন তপাদার, সামছু তপাদারসহ কয়েকজন জানান, গত বছর ঝড়ের সময় সিমেন্টের তৈরি মেইন লাইনের বৈদ্যুতিক খুঁটিটি ভেঙ্গে পুকুরে পড়ে যায়। কয়বার বিদ্যুতের লোকজনকে জানানো হয়। বিদ্যুতের তার বর্তমানে বাড়ির গাছপালার সাথে জড়িয়ে আছে। যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। আমরা বাড়ির লোকজন আতঙ্কে রয়েছি।

আহাম্মদিয়া জামে মসজিদের খতিব সিরাজুল ইসলাম, মসজিদের ঘাটলা দিয়ে মানুষ প্রতিদিন গোসল করে। খুঁটিটি দ্রুত সড়ানো প্রয়োজন।

পল্লী বিদ্যুৎ বালিয়া অভিযোগ কেন্দ্রের জহির জানায়, আমরা এ ধরনের কোন অভিযোগ আগে পাই নি। আপনার মাধ্যমেই জানতে পারলাম। যদি কোথায়ও বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পুকুরে পড়ে গেলে অবশ্যই দ্রুত তা সরিয়ে নতুন খুঁটি দেওয়া হবে।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ৯ জুন ২০২২