চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর সদর উপজেলার এ্যাপ্রেটিচশীপ (শিক্ষানবিশ) ও কর্মসংস্থান বিষয়ক প্রোগ্রাম চালু করার লক্ষ্যে বেকার যুবক-যুবতী ও কর্মক্ষেত্রের প্রধানদের জন্য দিনব্যাপি অরিয়েন্টেশন কর্মশালা বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ৩০জন প্রশিক্ষনাথী অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়া বলেন, ‘প্রশিক্ষণের মাধ্যমে নিজের কর্মদক্ষতা বারিয়ে তুলতে হবে। আজকে এ প্রশিক্ষণের মাধ্যমে আপনারা নিজে শিখে অন্যকে শিখার জন্য চেষ্ট করবেন। আপনার কর্মের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন উন্নত লাভ করবে। আপনাদের প্রচেষ্টা সমাজকে পরিবর্তন করতে হবে। প্রশিক্ষনের মাধ্যমে নিজের কর্মকে আরোও শক্তিশালী করে তুলা যায়। প্রশিক্ষণের বিকল্প নেই।’
মো. তানভীর হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম সাইফুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্র্মকর্তা মো. আজহারুল ইসলাম চৌধুরী, ত্রিপুরা জাত সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি গীত্ত রঞ্জন ত্রিপুরা প্রমুখ।
অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে ছিলেন আইএলও’র কনসালটেন্ট আব্দুল জলিল।