চাঁদপুর

চাঁদপুরে বেকারি-কনফেকশনারী কর্মচারীদের দিনব্যাপি প্রশিক্ষণ

চাঁদপুরে বেকারি-কনফেকশনারী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মানসম্মত খাবার প্রস্তুতের বিষয়ে বুধবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় চাঁদপুর সার্কিট হাউজ মিলনায়তনে কর্মচারীদের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা মার্কেটিং অফিসের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে এবং জেলা মার্কেটিং অফিসার এম এন রেজাউল করিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বেকারি মালিক সমিতির সভাপতি এস এম জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সহ প্রশাসনিক কর্মকর্তাগণ।

প্রসঙ্গত, কর্মশালায় চাঁদপুর জেলা সদরের ৩২টি বেকারি ও কনফেকশনারীর ম্যানেজার ও প্রধান মিস্ত্রি সহ ৬৪জন কর্মচারী এই কর্মশালায় অংশগ্রহণ করে।

প্রতিবেদক- আশিক বিন রহিম
আপডেট, বাংলাদেশ সময় ৯: ৪৫ পিএম , ১৯ এপ্রিল ২০১৭, বুধবার
ডিএইচ

Share