চাঁদপুরে করোনার টিকার বুস্টার ডোজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২ জানুয়ারি রোববার সকালে চাঁদপুর আড়াই’শ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এসময় জেলা প্রশাসক নিজেই প্রথম বুস্টার ডোজ টিকা গ্রহণ করেন।
পরবর্তীতে পর্যায়ক্রমে টিকা গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাতসহ আরো অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের সিভিল সার্জন ডাক্তার মোঃ শাহাদাৎ হোসাইন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার একেএম মাহবুবুর রহমান, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার প্রমুখ।
এদিকে চাঁদপুরে টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসাইন।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ২ জানুয়ারি ২০২১