চাঁদপুর সদর

চাঁদপুরের বিষ্ণুপুরে ২ হাজার পরিবারে খাদ্য সহায়তা শুরু

দেশব্যাপি করোনা সংকট মোকাবেলায় চাঁদপুর সদরের উত্তরে বিষ্ণুপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ৬টি গ্রামে ২ হাজার গরীব,অসহায় কর্মহীনভাবে ঘরে বসে দিন অতিবাহিত করছেন এমন ২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়ার উদ্যোগ নেয় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন,সর্বদলীয় সামর্থ্যবান ব্যক্তি ও ব্যবসায়ীরাগণ।

এরই অংশ হিসেবে শুক্রবার ২৪ এপ্রিল সকালে এ কার্যক্রম উদ্বোধন করেন খেরুদিয়া দেলোয়ার হোসেন হাই স্কুল ও কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদল।

সকালে ত্রাণের প্যাকেট স্থানীয় ৬টি গ্রামের কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে প্রথমধাপে ১ হাজার পরিবারকে খেরুদিয়া দেলোয়ার হোসেন হাই স্কুল ও কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ কার্যক্রম শুরু করে । বাকি ১ হাজার পরিবারকে শনিবার ও রোববার প্রদান করা হবে বলে সংশ্লিস্ঠ সূত্রে জানা গেছে ।

খেরুদিয়া,প্রজাপর্দ্দি,সারংদি, সুগন্ধি, হাসাদী ও লালপুর গ্রামের অংশবিশেষ নিয়ে কর্মজীবী অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সহায়তা সেবার এ বিশেষ উদ্যোগ গ্রহণ করে স্থানীয় আওয়ামী লীগ, ইউপি চেয়ারম্যান ও এর অঙ্গ সংগঠন,স্থানীয় সামর্থ্যবান ব্যক্তি ও ব্যবসায়ীরাগণ।

প্রসঙ্গত,৭ এপ্রিল বিকেল পাঁচটায় খেরুদিয়া দেলোয়ার হোসেন হাই স্কুল ও কলেজ মাঠে গভর্নিং বডির চেয়ারম্যান ও চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদলের নেতৃত্বে বর্তমান করোনা মহামারী সংকটকালে শিক্ষামন্ত্রী ডা.দীপুমনির নির্দেশে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও দলমত নির্বিশেষে কর্মজীবী মানুষের পাশে দাঁড়ানোর এ সিদ্ধান্ত নেয়।

স্থানীয় নেতৃবৃন্দ ও দলমত নির্বিশেষে ব্যবসায়ীগণের সহায়তায় ও সরকারি সহায়তাকে সম্বন্বয় করে এলাকার এ ২ হাজার পরিবারকে খাদ্য ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হবে। ১১-১২ তারিখ এ কার্যক্রম হাতে নেয়।

চাঁদপুর জেলা প্রশাসনের ‘ত্রাণ যাবে বাড়ি’ এ প্রকল্পকে অনুসরণ করে দেলোয়ার হোসেন হাই স্কুল ও কলেজের কক্ষে খোলা হবে ত্রাণ ভান্ডার । একটি হট লাইনের মাধ্যমে যে কোনো কেউ চাইলে ওখান থেকে স্থানীয় সমাজসেবীরা বাড়ি পৌঁছে দেবে ঐ সহায়তা ।

এছাড়াও তাদের নিজদের তালিকাভূক্ত গরীব-অসহায় কর্মজীবিদের বাড়ি বাড়ি পাঠানোর উদ্যোগ নেয়া হবে বলে আবদুল আজিজ খান বাদল চাঁদপুর টাইমসকে জানিয়েছেন।

এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে উপস্থিত ছিলেন বর্তমান চেয়ারম্যান শামীম হোসেন খান, সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন মন্টু খান, মো.নাঈম খান, মো.কাজল জমাদার, ওয়াসীম জমাদার, নুর হোসেন সরকার,মোহাম্মদ আলী বকাউল,মো.আরিফুর রহমান সরকার ও আজাদ খান প্রমুখ ।

স্থানীয় নেতৃবৃন্দ করোনা সংকট মোকাবেলায় ব্যক্তিগত সুরক্ষা ও সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য নীতি মেনে নিজের ঘরে থাকার আহ্বানও জানান ।

আবদুল গনি ,২৪ এপ্রিল ২০২০

Share