চাঁদপুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় সরকারি ভাবে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার (১২ জুলাই) বেলা ১১টায় মাদ্রাসা মিলনায়তনে ৫ম ও ৮ম শ্রেণির সাধারণ এবং ট্যারেন্টপুলের মোট ২১ জন ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা বৃত্তি তুলে দেওয়া হয়।
বৃত্তি প্রদান পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা গভানিং বডির সাবেক সভাপতি ও মুক্তিফৌজ পাউন্ডেশনের সভাপতি প্রকৌ. দেলোয়ার হোসেন।
মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাফেজ মাও. হাবিবুল্লাহর পরিচালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাও. আব্দুল মান্নান, প্রভাষক আবু জাফর মো. মোজাম্মেল হক, প্রভাষক শেখ নাসিমা সুলতানা, শামিমা আক্তার, সহকারী শিক্ষক আলমগীর হোসেন, সহকারী মৌলবি মো. আল-আমিন, মো. বেলাল পাটওয়ারী, মুফতি মাও. কেফায়েত উল্লাহ, মো. নজরুল ইসলাম, মো. মনির হোসেন, আবুল কাশেম ও মাকসুদা আক্তারসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ১০ পিএম, ১২ জুলাই ২০১৭, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur