Home / চাঁদপুর / চাঁদপুরে বিশ্ব হাত ধোয়া দিবসের আলোচনা
চাঁদপুরে বিশ্ব হাত ধোয়া দিবসের

চাঁদপুরে বিশ্ব হাত ধোয়া দিবসের আলোচনা

অক্টোবরের স্যানিটেশন মাস উপলক্ষে চাঁদপুরে আজ বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে অলোচনা সভা হয় । চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকাল ১০ টায় চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ জামান আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

উপস্থাপনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক । চাঁদপুর জনস্বস্থ্য প্রকৌশল বিভাগ এ দিবসের আয়োজন করে।

এতে উপস্থিত ছিলেন চাঁদপুরের সিভিল সার্জন মোহাম্মদ সাখাওয়াত উল্লাহ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্দ নাসরুল্লাহ,প্রাক্কলন কর্মকর্তা মো. সোহরাব হোসেন , চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক মো.আহসান উল্লাহ ।

সভায় জাতীয় স্যানেটিশন মাস ও হাত ধোয়া দিবসের ওপর সংক্ষিপ্ত আলোচনা করা হয় । সভায় জনসাস্থ্য প্রকেীশলী জানান . চাঁদপুরের সকল উপজেলার স্যানিটেশনের গড় হার ৯৮% ।

আলোচনা সভায় বক্তাগণ ৫ জন শিক্ষার্থীকে হাত ধোয়ার কৌশল এবং প্রয়োজনীয়তা ও গুরুত্ব শেখানো হয় স্কুলে গিয়ে তারা যেন তাদের সহপাঠীদেরকে হাত ধোয়ার কৌশল শিখাতে পারে ।

আবদুল গনি , ১৫ অক্টোবর ২০২০