সম্মিলিত মানবাধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহম্পতিবার সকালে রোটারি ভবনে সম্মিলিত মানাধিকার পরিষদের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
মানবাধিকার সাংবাদিক সংস্থার সভাপতি ডা. শেখ মহসিনের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন, সম্মিলিত মানাধিকার পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ মানাধিকার কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সভাপতি আলহাজ¦ ইউসুফ গাজী।
বাংলাদেশ হিউম্যান রাইস এন্ড সোসাইটির ভাইচ চেয়ারম্যান ও আইএইচসিআরএফ এর সাধারণ সম্পাদক বিপ্লব সরকার এবং ন্যাশনাল প্রেস সোসাইাটর সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম খানের যৌথ পরিচালনায়, বক্তব্য রাখেন, বাংলাদেশ মানাধিকার কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, বাংলাদেশ হিউম্যান রাইস সভাপতি আবুল কালাম আজাদ, আইন সহায়তা কেন্দ্রের সভাপতি হাকিম এম এম সফিকুর রহমান, বাংলাদেশ মানবাধিকার পরিবেশ সোসাইটির সাধারণ সম্পাদক মনির খান, আসকের উপদেষ্টা মো. সাইফুল গণি,
আরো বক্তব্য রাখেণ ন্যাশনাল প্রেস সোসাইটির যুগ্ম-সম্পাদক আলম তালুকদার, ন্যাশনাল প্রেস সোসাইটির মো. জাকির হোসেন হিরু, বিএইচপিআরএস সাধারণ সম্পাদক নূর মো. খান, বামাসের মো. মাসুদ হাজরা, বিএইচপিআরএস এর মো. শাহজাহান ভূইয়া, রেজাউল করিম, মো. খোরশেদ আলম, ডা, রুহুল আমিন, আইউব আলী মাঝি, সুমি আক্তার, রহিম ছৈয়াল, ন্যাশনাল প্রেস সোসাইটির আলমগীর হোসেন গাজী, মো. শরীফুল সিলাম পাটোয়রী, মো. রাকিবুল ইসলাম, আল মামুন পাটোয়ারী, খোকন চন্দ্র, এইচ আরএমএস এর ডা. মুকবুল হোসেন, ওমর শরীফ, আবুল কাশেক মিয়াজী, বামাসের মাও. শামছুদ্দিন শেখ মাহমুদ, সোহাগ ভূইয়া প্রমুখ।