Home / চাঁদপুর / চাঁদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু
চাঁদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু

চাঁদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু

‘‘মায়ের দুধ পান সুস্থ জীবনের বুনিয়াদ’’ এ শ্লোগানে চাঁদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু হয়েছে। বুধবার (১ আগষ্ট) সকাল ৯টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মূখ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পূণরায় সেখানে গিয়ে শেষ হয়।

পরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আনোয়ারুল আজিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ এর মূল উদ্দেশ্যই হল মায়েদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা। শিশু জন্মের ২ঘন্টার মধ্যে শাল দুধ খাওয়াতে হবে। শাল দুধ এমন দুধ যা শিশুর টিকা হিসেবে কাজ করে। শাল দুধ খাওয়ানো নিয়ে কখনও অবহেলা করা যাবে না। শিশুর পূর্ন ৬ মাস বা ১৮০ দিন শাল দুধ খাওয়াতে হবে। শিশুকে ৬ মাস পূর্ণ না হওয়া পর্যন্ত এক ফোটা পানিও খাওয়ানো যাবে না।

জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ সফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, আত্ম নিবেদিতা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক ডাঃ মোস্তাফিজুর রহমান, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ হারুনুর রশিদ।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ড. খালিদ জাহান ফাহিম এর সঞ্চালনায় উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পিএইচডি-এনজেএলআইপি’র মোহাম্মদ তৌহিদুল ইসলাম বাংলাদেশ ওর্নাস প্রাইভেট ডায়াগনষ্টিক এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি সফিকুল ইসলাম, পুরাণবাজার সূর্যের হাসি ক্লিনিকের ম্যানাজার শাহেদ রিয়াজ ও নতুনবাজার এলাকার বেবী সাহা।

স্বাগত বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ শাহ মোহাম্মদ ইফতেখারুল আলম।

প্রজেক্টরের মাধ্যমে মাতৃদুগ্ধ সপ্তাহের উপর একটি ডকুমেন্টারী প্রদর্শন করেন ২৫০ শয্যা বিশিষ্ট্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ আব্দুল আজিজ মিয়া।

আগামী ৭ আগষ্ট শেষ হবে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ।

প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক

Leave a Reply