চাঁদপুর

চাঁদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা

ভেজাল নিয়ন্ত্রণে এগিয়ে আসতে হবে : চাঁদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা

চাঁদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান প্রেক্ষাপটে প্রতিদিনিই খাদ্যে ভেজাল মিশানো হচ্ছে। আমরা প্রতিদিন কি খাচ্ছি তা আমাদের কারো মধ্যেই আয়ত্ত্ব নেই। ভেজাল নিয়ন্ত্রণে সকলে এগিয়ে আসতে হবে। কারো পক্ষে একা ভেজাল নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। আমরা হোটেল মালিক সমিতির সাথে মতবিনিময় করিছি। তারা এখন কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে মাছ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করা হবে।

বিশ্ব ভোক্তা অধিকার অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জেলা প্রশাসক কার্যালয়ের মার্কেটিং অফিসার এন এম রেজাউল করিম, দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, জেলা ক্যাবের সভাপতি জীবন কানাই চক্রবর্তী, মহিলা কলেজের সহকারী অধ্যাপক আফসার আলী শিকদার, ক্যাবের সদস্য শাহাজাহান চোকদারসহ প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

: আপডেট ০৭:২০ পিএম, ১৫ মার্চ ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Share