Home / চাঁদপুর / চাঁদপুরে বিশ্ব খাদ্য দিবসের আলোচনা সভা
চাঁদপুরে বিশ্ব খাদ্য দিবসের আলোচনা সভা

চাঁদপুরে বিশ্ব খাদ্য দিবসের আলোচনা সভা

চাঁদপুরে বিশ্ব খাদ্য দিবসে উপলক্ষে রোববার (১৬ অক্টোবর) দুপুরেজেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবদুস সবুর মন্ডল।

তিনি বলেন, ‘মানুষের যে ৫টি চাহিদা রয়েছে তার মধ্যে খাদ্য অন্যতম। বাংলাদেশকে নিয়ে গবেষণা করলে দেখা যাবে, ভৌগলিক ও জলবায়ু পরিবর্তনের জন্য এদেশে খাদ্যের অনেক ক্ষতি হচ্ছে। আর এর বেশি ক্ষতি হয় কৃষি জমি ও মানুষের জীবনের।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য আলু। আমাদের দেশের শিশুরা ভাত না ক্ষেয়ে পটেটু, জুস ও ফাসফুড জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করে।’

জেলা কৃষি কর্মকর্তা আলী আহমেদের সভাপতিত্বে ও জেলা কৃষি সম্প্রসারণ অফিসের প্রশিক্ষণ অফিসার মোঃ নোয়াবেরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার, আশরাফুজ্জামান, মৎস্য কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাউম প্রমুখ।

চাঁদপুরে বিশ্ব খাদ্য দিবসের আলোচনা সভা

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম

Leave a Reply