চাঁদপুর

চাঁদপুরে বিশেষ অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ : ১৩ মামলা

ট্রাফিক সপ্তাহ উপলক্ষে চাঁদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন যানবাহনে উপর ১৩ টি মামলা দায়ের ও ৮টি মোটরসাইকেল জব্দ করেছে ট্রাফিক পুলিশ। শুক্রবার(১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে যে সকল মোটরসাইকেল ও যানবাহনের কাগজপত্র নেই সেগুলো জব্দ করা হয়। এছাড়া যে সকল মোটরসাইকেলের কাগজপত্র ডেট ফেল হয়েছে সেগুলো মামলা করা হয়।

ট্রাফিক ইন্সেপেক্টোর (প্রশাসন) ফয়সাল আহম্মেদের নেতৃর্ত্বে অভিযান পরিচালনা করেন ট্রাফিক সার্জেন্টে রবিউল হাসান, সুব্রত, সুব্রত মল্লিক, টিএসআই সোলেমানও এএসআই মোজাম্মেলসহ ট্রাফিকের অন্যান্য সদস্যরা।

ট্রাফিক পুলিশের সার্জেন্ট রবিউল হাসান জানায়, ট্রাফিক সপ্তাহ উপলক্ষে পুলিশের বিশেষ অভিযানে ১৩ টি মামলা ও ৮টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ সুপার জিহাদুল কবিরের নির্দেশে ট্রাফিক পুলিশ এই অভিযান পরিচালনা করেছে। অবৈধ যানবাহনের উপর এই অভিযান অব্যাহত থাকবে।

ট্রাফিক সপ্তাহ উপলক্ষে চাঁদপুরে অসংখ্য অবৈধ যানবাহন জব্দ ও অনেক মামলা দায়ের করা হয়েছে।

প্রতিবেদক:শরীফুল ইসলাম
১৫ ফেব্রুয়ারি,২০১৯

Share