Home / চাঁদপুর / চাঁদপুরে চার দিনে ১১ জনের মৃত্যু
চাঁদপুরে বিভিন্ন দুর্ঘটনায়, চাঁদপুরে বিভিন্ন দুর্ঘটনায়
প্রতীকী ছবি

চাঁদপুরে চার দিনে ১১ জনের মৃত্যু

চাঁদপুরে বিভিন্ন দুর্ঘটনায় চার দিনে ১১ জনের মৃত্যু হয়েছে। ১২ ডিসেম্বর শনিবার থেকে ১৫ ডিসেম্বর মঙ্গলবার সকাল পযর্ন্ত এসব দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি ও পুলিশ এসব মৃত্যুর বিষয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে রয়েছেন চাঁদপুর শহরে বেলভিউ হাসপাতালের সামনে নামাজ পড়তে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী মো.শাহ আলম মিজি , সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে গাছ থেকে পড়ে দুলাল মিজি(৪০), ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় শফিক পাটওয়ারী(৬৫) নামে এক মানসিক ভারসাম্যহীন।

১৫ ডিসেম্বর মঙ্গলবার সকালে হাজীগঞ্জের পৌর এলাকার মাইক্রো চালক মজনু হোসেন (৩০) রহস্যজনক গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন… হাজীগঞ্জে মাইক্রো চালকের রহস্যজনক গলাকাটা লাশ উদ্ধার

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা যুবক(৪২)। হাজীগঞ্জে দুর্ঘটনায় কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত স্কুটার উল্টে মঞ্জু মিয়া(৭০) নামে এক যাত্রী ও হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরে ডুবে ওমর ফারুক(৩২) নামে এক যুবক।শাহরাস্তিতে বিলের কাদায় আটকে বাচ্চু মিয়া (৫৫) নামে এক ভিক্ষুক।

১৫  ডিসেম্বর মঙ্গলবার হাজীগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় আব্দুল আজিজ মজুমদার(২৫) নামের এক পিকআপ চালক, মো. রায়হান(১৮) নামে এক যুবক ও মজনু মিয়া(৬০) নামে এক যাত্রী মারা গেছেন। কুমিল্লা-চাঁদপুর সড়কে  এ দুর্ঘটনা ঘটে।

স্টাফ করেসপন্ডেট,১৭ ডিসেম্বর ২০২০