চাঁদপুর সদর

চাঁদপুরে বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিতসভা

আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত একক প্রার্থী নির্বাচনের লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর, ৬ নং মৈশাদী ও ৩ নং কল্যানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা বৃহস্পতিবার সকাল ১০ টায় পৃথক ৩ স্থানে অনুষ্ঠিত হয়েছে।

ছোট সুন্দর বাজারস্থ ইউনিয়ন আ’লীগ কার্যালয় ও বিকাল ৩টায় মৈশাদী বালিকা সঃ প্রাঃ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

তিনি বক্তব্যে বলেন, আজকের এই সভায় আসন্ন ইউপি নির্বাচনের আওয়ামীলীগের একক প্রার্থী নির্বাচনের জন্য আমরা আপনাদের মতামত নিতে এসসেছি। সভায় আপনাদের মতামতের ভিত্তিতে এ ইউনিয়নের দলীয় প্রার্থীদের নাম নেয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে প্রার্থী বাছাইয়ে ইউনিয়নের তৃণমূল নেতাদের ও মাঠের চাহিদাকে গুরুত্ব দিয়ে দলের প্রার্থী বাছাইয়ের জন্য নির্দেশ দিয়েছেন। তৃনমূল নেতৃবৃন্দের সিদ্ধান্তই জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত।

তিনি আরোও বলেন, আমাদের নিজেদের মধ্যে কোনো প্রকার অনৈক্য রাখা যাবে না। দল যাকেই নৌকা প্রতীক দেয় তার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আসন্ন ইউপি নির্বাচনে শেখ হাসিনা নৌকা প্রতীকে দলের একক প্রার্থী বাছাইয়ে তৃণমূল নেতাদের সিদ্ধান্তের বাইরে যাবেন না। এ সিদ্ধান্তের বাইরে কেউ যদি দলের পরিচয় দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে। তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সকলের ঐক্যই আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত।

রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল (কালাম) পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আজিজ খান বাদল।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান কাঞ্চন পাটোয়ারীর পরিচালনায় আরোও বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়নাল, প্রচার সম্পাদক আঃ সামাদ টুনু, সহ-প্রচার সম্পাদক মনির হোসেন গাজী, সদস্য শাহ আলম মিয়াজী, মোখলেছ মিয়াজী, বেলায়েত হোসেন বাবুল, জেলা ছাত্রলীগ সভাপতি শেখ মো. মোতালেব, শহর ছাত্রলীগ সভাপতি সোহেল রানা।

রামপুর ইউনিয়নের দলীয় মনোনয়ন প্রত্যাশী ১০ জন হলেন হলেনঃ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান কাঞ্চন পাটওয়ারী, সদর থানা আ’লীগ সহ-সভাপতি আবুল খায়ের বম্বু পাটোয়ারী, সাবেক চেয়ারম্যন ও ইউনিয়ন আ’লীগ সদস্য মাহাবুবুর রহমান পাটোয়ারী, সহ-সভাপতি শাহাদাত হোসেন পটোয়ারী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আল মামুন পাটোয়ারী, সদর থানা ছাত্রলীগের সভাপতি আবুল বারাকাত মো. রেজওয়ান, সাবেক থানা ছাত্রলীগ সভাপতি ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পলাশ পাটোয়ারী, থানা আ’লীগ সদস্য আবু তাহের ভুইয়া, ইউনিয়ন আ’লীগ উপদেষ্টা মোক্তার আহমেদ মাস্টার, সদস্য নজরুল ইসলাম নজু পাটোয়ারী। সভায় ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাদের মতামত জানিয়ে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন।

পরে বিকাল ৩টায় মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আজিজ খান বাদল।

মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বোরহান বেপারীর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. বুলবুল আহম্মদ, জাকির হোসেন জয়নাল, প্রচার সম্পাদক আঃ সামাদ টুনু, সহ-প্রচার সম্পাদক মনির হোসেন গাজী, সদস্য শাহ আলম মিয়াজী, মোখলেছ মিয়াজী, বেলায়েত হোসেন বাবুল।

মৈশাদী ইউনিয়নের দলীয় মনোনয়ন প্রত্যাশী ৬ জন হলেনঃ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক বোরহান বেপারী, সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান মিজি, ইউনিয়ন যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক মনির উদ্দিন বিদ্যুৎ, সাবেক সাংগঠনিক সম্পাদক আজাদ খান, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য রাশেদুল্লাহ পাটোয়ারী রুবেল।

সন্ধ্যায় ৬টায় বাবুরহাট বঙ্গবন্ধু সমাজ কল্যান পরিষদের কার্যালয়ে ৩ নং কল্যানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাখাওয়াত হোসেন পাটোয়ারী রনি’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন গাজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি শহিদ উল্ল্যাহ মাষ্টার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, সহ-সভাপতি শহিদ উল্ল্যাহ খান, চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়নাল, এড. বুলবুল আহমেদ, প্রচার সম্পাদক আঃ সামাদ টুনু, সহ-প্রচার সম্পাদক মনির হোসেন গাজী, সদস্য শাহ আলম মিয়াজী, মোখলেছ মিয়াজী, বেলায়েত হোসেন বাবুল, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুকবুল আহম্মেদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মেদ ভূঁইয়া।
কল্যাণপুর ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশী হলেনঃ সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদ উল্ল্যাহ খান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাখাওয়াত হোসেন পাটোয়ারী রনি, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফু, সহ-সভাপতি মহসীন পালোয়ান, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ, ইউনিয়ন যুবলীগ আহবায়ক মহসীন মিজি।

মাজহারুল ইসলাম অনিক : আপডেট ০৯:১১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Share