Home / চাঁদপুর / চাঁদপুরে বিভাগীয় কমিশনার কাপ ফুটবল উপলক্ষে জরুরি সভা
চাঁদপুরে বিভাগীয় কমিশনার কাপ ফুটবল উপলক্ষে জরুরি সভা

চাঁদপুরে বিভাগীয় কমিশনার কাপ ফুটবল উপলক্ষে জরুরি সভা

চাঁদপুর স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শনিবার (১১ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের কক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল ।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় সভায় কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা হয়।

বক্তব্য রাখেন এএসপি সার্কেল রাজন, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও চাঁদপুর চেম্বার অব কর্মাসের সভাপতি সুভাষ চন্দ্র রায়,জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি রোটারিয়ান মোহাম্মদ আলী জিন্নাহ জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপকমিটির সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী,সদর উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তপন চন্দ,চাঁদপুর জেলা ফুটবল দলের টিম ম্যানেজার আবুল কাশেম আখন্দ,চাঁদপুর মডেল থানার এসআই কামরুজ্জামান সহ ক্রীড়া সংস্থার অনন্য কর্মকতাবৃন্দ।

প্রসঙ্গত, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে বিভাগীয় কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক চাঁদপুর জেলা ফুটবল দল সহ চট্টগ্রামের বিভাগের ১২ টি ফুটবল দল অংশ নিবে।

আগামি ১৮ মার্চ চাঁদপুর স্টেডিয়ামে প্রথম বারের মতো শুরু হবে বিভাগীয় কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার, সচিবসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১: ৩৫ এএম, ১২ মার্চ ২০১৭, রোববার
ডিএইচ

Leave a Reply