Home / চাঁদপুর / চাঁদপুরে বিপুল পরিমাণ জাটকা জব্দ
চাঁদপুরে বিপুল পরিমাণ জাটকা জব্দ
SAMSUNG CAMERA PICTURES

চাঁদপুরে বিপুল পরিমাণ জাটকা জব্দ

চাঁদপুর কোস্টগার্ড অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্ধ করেছে।

চাঁদপুর কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ, (এসডি)(পিএন্ডআরটি), বিএন এর নেতৃত্বে চাঁদপুর কোস্টগার্ড সদস্য মোঃ কফিল উদ্দিন, ইআরএ-৪(পিও) এর একটি অপারেশন দল শনিবার রাতে চাঁদপুরের মেঘনা মোহনায় অভিযান পরিচালনা করে।

এ সময় অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ ‘‘এমভি রাজহংশ’’ হতে ২৫০ কেজি জাটকা জব্দ করা হয়।

জব্দকৃত জাটকার আনুমানিক মূল্য ১ লাখ টাকা।

জব্দকৃত জাটকা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এতিমখানা, মাদ্রাসা ও অসহায় গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়।

কোস্টগার্ড স্টেশন চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্ল¬াহ, (এসডি)(পিএন্ডআরটি), বিএন বলেন, নৌ পথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

|| আপডেট: ১২:৪১ পিএম, ১৭ জানুয়ারি ২০১৬, রোববার

এমআরআর