চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে একটি খেলনা পিস্তলসহ ২৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ২৭ অক্টোবর সোমবার ভোরে পুরানবাজার কলেজের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর অপারেশনাল অফিসার লে. মোহাম্মদ জাবিদ হাসান জানান, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি খেলনা পিস্তল, ১৬টি বড় ছুরি, ৩টি ছোট ছুরি এবং ৮টি রামদা।
তিনি বলেন, ‘পুরানবাজারের কতিপয় কিশোর গ্যাং এসব অস্ত্রশস্ত্র মজুদ করে রেখেছিল। সুযোগ বুঝে তারা প্রতিপক্ষের ওপর হামলা চালানোর পরিকল্পনা করেছিল। তবে তার আগেই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে।’
এই ঘটনায় সোমবার সকাল ৯টা পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে দেশে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও মাদক কারবারিদের আটক করতে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে। তারই অংশ হিসেবে চাঁদপুরে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
নিজস্ব প্রতিবেদক/
২৭ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur