চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শহরের বিপণীবাগ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ন চন্দ্র পাল ।
এসময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহারের দায়ে মাধ্যেমে মের্সাস শাহিন স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা এবং ৯০ কেজি পলিথিন জব্দ করা হয়।
জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিস্ট্রি কাজী সুমন চাঁদপুর টাইমসকে জানান, ‘অভিযান পরিচালনাকালে বাজারের দোকানে দোকানে ঘুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বর্জনের পরামর্শ প্রদান করা হয়। সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন-এর বিরুদ্ধে অত্র কার্যালয়ের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’
এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- আনোয়ারুল হক
: : আপডেট, বাংলাদেশ ৬: ৪৩ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur