বিনম্র শ্রদ্ধা, ভালোবাসায় এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৬ মার্চ) প্রত্যুষে চাঁদপুরে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য অঙ্গীকার পাদদেশে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়।
পাশাপাশি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সব সরকারি, আধাসরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানা ভবনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেছে নিজ নিজ প্রতিষ্ঠান।
যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এ দেশ; সেই বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে দিবসের প্রথম প্রহরে চাঁদপুরের অঙ্গীকার পাদদেশে ফুলেল শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ করে চাঁদপুর জেলার সর্বস্তরের মানুষ।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অঙ্গীকার পাদদেশে প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। পর্যায়ক্রমে পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম , জেলা পরিষদ চাঁদপুর, চাঁদপুর পৌরসভা, নৌ-পুলিশ, পিবিআই, সিআইডি, চাঁদপুর রেলওয়ে থানা, আনসার ভিডিপি, সিভিল সার্জন চাঁদপুর, চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতাল, চাঁদপুর সড়ক বিভাগ, চাঁদপুর গনপূর্ত বিভাগ, এলজিইডি চাঁদপুর, চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস, চাঁদপুর মৎস্য ও গবেষণা ইউনিট, চাঁদপুর কৃষি বিভাগ, চাঁদপুর মৎস্য বিভাগ, চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি এবং বেসরকারি সংস্থা, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। রাজনৈতিক দলের পক্ষ থেকে বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
দিবসটি পালন উপলক্ষে সকালে চাঁদপুর স্টেডিয়ামে কুচকাওয়াজ প্রদর্শনীর আয়োজন করে জেলা প্রশাসন। এসময় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা অবমুক্তকরণ, সম্মিলিত কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন ও পুরস্কার বিরতণী অনুষ্ঠানে উপস্থিত থেকে কুচকাওয়াজ অভিবাদন গ্রহন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম।
এসময় চাঁদপুর জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ, সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৬ মার্চ ২০২৫