চাঁদপুরে বিদ্যুৎ শ্রমিক আহতের ঘটনায় আটক ১

 

চাঁদপুরের নাজিরপাড়া এলাকায় গ্রাহক কর্তৃক বিদুৎ শ্রমিকের ওপর হামলার ঘটনায় আরিফ নামের ১ যুবককে আটক করেছে পুলিশ।

৩০ মার্চ বুধবার পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এর আগে দুপুরে বকেয়া বিদ্যুৎ বিল না দেওয়ার অভিযোগে কর্তৃপক্ষের নির্দেশে সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে ৬ শ্রমিককে আহত করা হয়। আহতরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে বিদ্যুৎ শ্রমিক কর্তৃপক্ষ।

মামলার অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় গ্রাহকদের কয়েকমাসের বিদ্যুৎ বিল জমা হওয়ার পরেও বকেয়া বিদ্যুত বিল আদায় না হওয়ার কারণে অফিস কর্তৃপক্ষ উক্ত গ্রাহকদের বেশ কয়েকবার বিল পরিশোধের জন্য নোটিশ প্রদান করে। কিন্তু তাতে কোন কর্ণপাত করেনি গ্রাহকরা। এজন্য উল্লেখিত গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করার জন্য নির্দেশ দেয় উর্ধ্বতন কর্তৃপক্ষ। নির্দেশ মোতাবেক বিদ্যুৎ শ্রমিকরা শহরের নাজির পাড়া এলাকার মৃত আ: মান্নান খানের বাড়িতে (মিটার নং ০৮৯০৩৪০ এবং হিসাব নং এ/৩৭৫২) এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যায়।

এসময় মান্নান খানের ছেলে ফেরদৌছ খান তাদেরকে বাধা দেয়। এক পর্যায়ে সে স্থানীয় ইসমাইলে ছেলে আরিফ ও নাছির সহ অজ্ঞাত আরো কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে বিদ্যুৎ শ্রমিকদের উপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। হামলায় ৬ জন শ্রমিক রক্তাক্ত জখম হয়। আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় জানানো হলে পুলিশ আরিফকে আটক করে। এদিকে এ হামলার ঘটনায় তাৎক্ষনিক তীব্র নিন্দা জানিয়ে জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ চাঁদপুর বি-১৯২০ সহ অন্যান্য বিদ্যুৎ শ্রমিক নেতারা শহরে বিক্ষোভ মিছিল বের করে ও বিদ্যুৎ অফিসে সমাবেশে করেছে।

]আশিক বিন রহিম[/author]

 

||আপডেট: ০৯:৫৬  অপরাহ্ন, ৩০ মার্চ ২০১৬, বুধবার

চাঁদপুর টাইমস /এমআরআর

Share