চাঁদপুরে বিদেশী মদসহ ব্যবসায়ী আটক

‎Friday, ‎May ‎08, ‎2015  11:43:50 PM

স্টাফ করেসপন্ডেন্ট :

মাদক বিরোধী অভিযানে বিয়ার ও হুইস্কি সহ তাজুল ইসলাম (২৯) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে চাঁদপুর ডিবি পুলিশ।

শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের পরিদর্শক সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উয়ারুক মোতা বাড়ির এলাকায় অভিযান চালায়।

এ সময় কুমিল্লা থেকে চাঁদপুরগামী বোগদাদ সার্ভিসের একটি গাড়ীতে তল্লাসী চালিয়ে ২ বোতল বিয়ার ও ৩ বোতল হুইস্কিসহ আটক করে মাদক ব্যবসায়ী তাজুলকে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযানে যাত্রীবাহী বোগদাদ বাসে তল্লাসী চালিয়ে তাজুল ইসলামকে আটক করা হয়েছে। আটক তাজুল কুমিল্লা জেলার বরুড়া পালগিরি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় ডিবি পুলিশ।

চাঁদপুর টাইমস-এমআরআর/এএস/এবিআর/এসআই/2015

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন :

www.facebook.com/chandpurtimesonline/likes