চাঁদপুর হতে অন্যত্র কার্যভার গ্রহণ উপলক্ষে ৩ বিদায়ী বিচারক ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট কে বিদায়ী সংবর্ধনা দিলেন জেলা আইনজীবী সমিতি।
বুধবার (১৮ এপ্রিল) বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায়ী সংবর্ধিত বিচারকরা হলেন- জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট ( পদোন্নতিপ্রাপ্ত জেলা ও দায়রা জজ ) আতোয়ার রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ( পদোন্নতিপ্রাপ্ত জেলা ও দায়রা জজ ) মামনুর রশিদ ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আয়েশা আক্তার ।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ লতিফ শেখের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল ( জেলা জজ ) আবদুল মান্নান, চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, বিদায়ী চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট ( পদোন্নতিপ্রাপ্ত জেলা ও দায়রা জজ ) আতোয়ার রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ( পদোন্নতিপ্রাপ্ত জেলা ও দায়রা জজ ) মামনুর রশিদ ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আয়েশা আক্তার, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার ।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় অনান্যর মধ্যে বক্তব্য রাখেন অ্যাডঃ রুহল আমিন-১, অ্যাডঃ ফজলুল হক সরকার, অ্যাডঃ ইকবাল বিন বাশার, অ্যাডঃ কামরুল ইসলাম, অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ পিপি আমানউল্লাহ, অ্যাডঃ আহসান হাবিব, অ্যাডঃ নাসিরউদ্দিন চৌধুরী, অ্যাডঃ আলহাজ¦ আবু তাহের, অ্যাডঃ বিনয় ভুষন মজুমদার , অ্যাডঃ কামালউদ্দিন আহমেদ, অ্যাডঃ মোবারক হোসেন, অ্যাডঃ রুহল আমিন সরকার, অ্যাডঃ মজিবুর রহমান ভুইয়া, অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, অ্যাডঃ জসিমউদ্দিন ভুইয়া মিঠু, অ্যাডঃ জসিম উদ্দিন পাটওয়ারী, অ্যাডঃ দেবাশীষ কর মধু, অ্যাডঃ রুমানা আফরোজ খান, অ্যাডঃ আবুল কাশেম, অ্যাডঃ মাহবুব এ খোদা, অ্যাডঃ তোফায়েল হোসেন জোসেফ, অ্যাডঃ গোলাম মোস্থফা আখন্দ, অ্যাডঃ কোহিনুর রশিদ, অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহিন, অ্যাডঃ শেখ আবুল খায়ের মোঃ সালেহ, অ্যাডঃ শহীদুল্লাহ পাটওয়ারী, অ্যাডঃ এ এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বিদায়ী বিচারকদেরকে শুভচ্ছো উপহার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জজ শীপ ও ম্যাজিষ্টেট শীপ এবং বিচার বিভাগের বিচারকগন সহ আইনজীবী সমিতির সদস্যরা ।
স্টাফ করেসপন্ডেন্ট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur