Home / চাঁদপুর / চাঁদপুরে বিটাকের দুটো প্রশিক্ষণ কোর্স চালু
Bitac-chandpur

চাঁদপুরে বিটাকের দুটো প্রশিক্ষণ কোর্স চালু

চাঁদপুরে আজ ১৭ আগস্ট সকাল ১০ টা থেকে বাংলাদেশ ক্ষুদ্র কুটির ও কারিগরি শিল্প সহায়তা কেন্দ্রের দুটি প্রশিক্ষণ কোর্স চালু হচ্ছে আজ ।

চাঁদপুর বিটাকের অতিরিক্ত পরিচালক প্রকৌশলী জাহাঙ্গীর আলম আজ ১৭ আগস্ট দশটায় এ তথ্য জানিয়েছেন।

করোনা মহামারীর কারণে দীর্ঘদিন প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ তাকার পর আজ দুটি কোর্সে প্রতিটি ব্যাচে ২৫ জন প্রশিক্ষণার্থী বেকার যুবক এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছে বলে বাংলাদেশ কুটির শিল্প ও কারিগরি কেন্দ্র চাঁদপুরের এ সূত্রে জানা গেছে।

প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুরের এ প্রশিক্ষণ কেন্দ্রে আত্ম-কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন শীর্ষক প্রকল্পের আওতায় প্রথম ১০ বছর মেয়াদী প্রকল্পটি ২০২০-২০২১ অর্থবছরে শেষ হবার পর ২০২১-২২ অর্থবছরে পুনরায় দ্বিতীয় পেজ শুরু হয়। বিদ্যুৎ এবং ওয়েল্ডিং প্রশিক্ষণে ২৫ জন করে মোট ৫০ জন প্রশিক্ষণার্থী তিন মাস মেয়াদি কোর্সে অংশগ্রহণ করে বলে জানানো হয়্ ।

প্রসঙ্গত, ১০ বছরে চাঁদপুরে ৭৭টি ব্যাচ সম্পন্ন করা হয়। শিল্প মন্ত্রণালয়ের অধীন সরকারিভাবে এ প্রশিক্ষণ কোর্স দেশের বিভিন্ন শিল্প কারখানায় তাদের কর্মসংস্থানের লক্ষ্যে যুবকদেরকে প্রশিক্ষণ হিসেবে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য এ প্রশিক্ষণের মূল লক্ষ্য বরে জানা যায় ।

আবদুল গনি , ১৭ আগস্ট ২০২১