চাঁদপুর পুরান বাজারে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং ইনার হুইল ক্লাব অব আরুশি ঢাকার সার্বিক সহযোগিতায় ডাঃ মিজানুর রহমান এর চিকিৎসায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর ) সকালে বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান চক্ষু শিবিরের উদ্বোধন করেছেন।
দিনব্যাপী এ শিবিরের প্রায় শতাধিক রোগীর চিকিৎসা দেয়া হয় এবং প্রয়োজনীয় ঔষধ চশমা প্রদান করা হয়।
বিজয়ীর আলো” স্লোগানে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে এই অপারেশন এর আয়োজক বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন- বিজয়ী দীর্ঘ ৫ বছর মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে,ইনশাআল্লাহ সামনে আরও জনসেবা মূলক কাজ করবে। ইনশাআল্লাহ সামনে আরও রোগীকে চক্ষু চিকিৎসা দেওয়া হবে বিজয়ীর তত্তাবধানে।
তিনি আরও বলেন মানুষের মৌলিক প্রয়োজন অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা নিয়ে কাজ করেছি। বিজয়ী মানুষের কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে নানা রকম হাতে কলমে বিনা-মূল্য প্রশিক্ষন দিয়ে আসছে। শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহদানে নানা রকম শিক্ষা সামগ্রী সহ প্রশিক্ষন প্রদান করা হচ্ছে।স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষজ্ঞ ডাক্তারের বিনামূল্যে পরামর্শ প্রদান, ঔষধ বিতরন, চক্ষু শিবির করে চশমা বিতরন এবং যাদের চোখের অপারেশন দরকার তাদের অপারেশন এর ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। ইনশাআল্লাহ এভাবে প্রতি মাসেই নানা রকম জনকল্যাণমুখী কাজ করে যাবো।
এ সময় উপস্থিত ছিলেন বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খান সহ বিজয়ীর ভলেনটিয়ারবৃন্দ।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
১৮ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur