চলতি বছর সারা দেশের সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে মোট ১ লাখ ২০ হাজার বই বিতরণের উদ্যোগ নিয়েছে বিকাশ। তাদের এ উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করছে প্রথম আলো ট্রাস্ট। চাঁদপুরে এর আওয়তায় পাঠাগার ভিত্তিক ৪৫টি প্রতিষ্ঠানে উপহার হিসেবে দেওয়া হয় ৫ হাজার ৩০০টি নানা ধরনের ছোট বড় বই। আজ শনিবার বিকেলে চাঁদপুর জেলা সরকারি গণগ্রহন্থাগারের তৃতীয় তলায় আনুষ্ঠানিকভাবে এসব বই বিতরণ করা হয়।
এ সময় প্রথম আলো চাঁদপুর প্রতিনিধি আলম পলাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক মো.সিরাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সরকারি গণগ্রহন্থাগারের লাইব্রেরিয়ান রাফিয়া সুলতানা,জেলা স্কাউটের সহকারী পরিচালক পূরবী সরকার,জেলা কালচারাল অফিসার দিতি সাহা,সামাজিক সংগঠন ক্লিন চাঁদপুর এর উদ্যোক্তা পরিচালক অ্যাড.নুরুল আমিন খান,ফরিদগঞ্জ অধ্যক্ষ এ ডব্লিউ মো.তোয়াহা মিয়া পাঠাগারের পক্ষে মোসা.হাসিনা আক্তার,চাঁদপুর আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষিকা নার্গিস বেগম,সবদার খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সোহাগ প্রধানিয়া।
প্রবীণ শিক্ষক সিরাজুল তাঁর বক্তব্যে বলেন,বই মানুষকে আলোকিত করে। কিন্তু এখন আমাদের সন্তানরা নানা কারণে বই থেকে দূরে চলে যাচ্ছে। তাদের বই মুখি করা খুব জরুরী। বিকাশ-প্রথম আলো ট্রাস্টের এ আয়োজনের মাধ্যমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা পাঠাগার গুলো আবারো সব বয়সী মানুষকে বই মুখি করে তুলতে ভুমিকা রাখবে বলে আমি আশা করছি।
অনুষ্ঠানে যেসব প্রতিষ্ঠান বই পেয়েছে সেগুলো হচ্ছে চাঁদপুর প্রেসক্লাব পাঠাগার,শাহতলী জিলানী চিশতী কলেজ,হাতেখড়ি শিক্ষালয় পাঠাগার,.শাহরাস্তি টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়, আপন স্পোকেন ইংলিশ স্কুল,.বিষ্ণদী সরকারি প্রা.বিদ্যালয়,গৃদকালিন্দিয়া সরকারি প্রা.বিদ্যালয়,গুনরাজদী সরকারি প্রা.বিদ্যালয়,পীর মহসিন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়,ফরিদগঞ্জ শোশাইরচর সরকারি প্রা.বিদ্যালয়,ফরিদগঞ্জ আলোকিত পশ্চিম সন্তোষপুর পাঠাগার,নানুপুর উচ্চ বিদ্যালয়,কচুয়া তালতলী বহ্নিশিক্ষা পাঠাগার,হাজীগঞ্জ পপুলার পাঠাগার, হাজীগঞ্জ সুহিলপুর উচ্চ বিদ্যালয়,শহীদ রুমি স্মৃতি পাঠাগার,শাহরাস্তি টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়,বাবুরহাট অগ্নিবিনা পাঠাগার,১১নং চরদুখিয়া আলোকিত পাঠাগার,উদীচী শিল্পগোষ্ঠি পাঠাগার, হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়,শাহরাস্তি ওয়ারুক শহীদ স্মৃতি পাঠাগার,কচুয়া ড.রমেশ স্মৃতি পাঠাগার,ফরিদগঞ্জ কাওনিয়া বাতিঘর পাঠাগার,উত্তর মৈশাদী স প্রা বিদ্যালয়,আক্কাস আলী রেলওয়ে একাডেমি,ফরিদগঞ্জ শব্দ পাঠাগার,ফরিদগঞ্জ অধ্যক্ষ এ ডব্লিউ মো.তোয়াহা মিয়া পাঠাগার,ষোলঘর সরকারি প্রা. বিদ্যালয়,ইকরা মডেল একাডেমি,কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়,নবীন প্রবীন পাঠাগার,হাজীগঞ্জ বাউরা সরকারি প্রা. বিদ্যালয়,প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়,বিলকিস সুলতানা একাডেমি,ফরিদগঞ্জ মুন্সির হাট সরকারি প্রা.বিদ্যালয়,কেরোয়া হোসনে আরা বেগম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়,চাঁদপুর সবদার খাঁন সরকারি প্রাথমিক বিদ্যালয়,আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,রাঁয়চে সরকারি প্র.বিদ্যালয়,কচুয়া আলোর মিছিল,আমান উল্লাহপুর সরকারি প্রা বিদ্যালয়,চাঁদপুর বিষ্ণুদী সরকারি প্রা.বিদ্যালয়,লেডী প্রতিমামিত্র বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সরকারি শিশু কল্যান কেন্দ্রসহ আরও দুটি প্রতিষ্ঠান।
নিজস্ব প্রতিবেদক, ২৬ অক্টোবর ২০২৪