নিজস্ব প্রতিবেদক:
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুর শহরের ১৫নং ওয়ার্ডে বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ উপস্থিতিতে বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার বিকেলে ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি টিপু সুলতান খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি চাঁদপুর শহরের ডিসি অফিস সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন, ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক, যুবদলের সভাপতি আল-আমিন, চাঁদপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা ফজলুর রহমান, সুমন, কবির, নাইমুর রালেস সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur