চাঁদপুরে বিএনপি নেতা অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের দাফন সম্পন্ন
চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, সভাপতি, সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদস্যসচিব
অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার বাদ জোহর চাঁদপুর স্টেডিয়াম মাঠে হাজার হাজার নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী শ্রদ্ধা আর ভালোবাসায় বাসস্ট্যান্ড পৌর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন।
জানাজার নামাজ পরিচালনা করেন শহী জামে মসজিদের খতিব মাও. আব্দুল্লাহ।
চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামানের পরিচালনায় অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের জীবনের উপর বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ (ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ ) আমিরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যা সেলিম, জেলা জামায়েতের সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া প্রমুখ।
পরিবারের পক্ষে মরহুম অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের একমাত্র ছেলে নাফিস হাসান বক্তব্য রাখেন।
অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সভাপতি জিলানী, সাধারণ সম্পাদক রাজিব, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিমসহ অন্যান্যরা শোক বার্তা প্রেরণ করেন।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/১১ আগস্ট ২০২৫