চাঁদপুরে বিএনপির সাথে জমিয়তের মতবিনিময়
চাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় চাঁদপুর জেলায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় চাঁদপুর জেলার সদর ও হাইমচর থানা নিয়ে গঠিত জাতীয় সংসদের চাঁদপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমদ মানিকের সঙ্গে জেলা জমিয়তের নেতৃবৃন্দ মতবিনিময় করেন।
চাঁদপুর জেলা জমিয়তের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুফতী সিরাজুল ইসলাম কাসেমী তার বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও বিএনপির মধ্যে আসন সমঝোতা সম্পন্ন হয়েছে। এই সমঝোতার ধারাবাহিকতায় চাঁদপুর জেলা জমিয়তের সকল নেতাকর্মী আগামী নির্বাচনে চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমদ মানিকের পক্ষে সর্বাত্মক সহযোগিতা করবেন।
জমিয়তের এই ঘোষণাকে আন্তরিকতার সঙ্গে স্বাগত জানান জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমদ মানিক। তিনি জমিয়ত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আন্দোলন-সংগ্রাম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সেলিমুল্লাহ সেলিম। তিনি নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
যৌথ আলোচনা সভায় জমিয়তের ইতিহাস, ঐতিহ্য ও রাজনৈতিক অবদানসহ অতীতে জোটের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত চাঁদপুর জেলার সাবেক সাধারণ সম্পাদক মুফতী সাব্বির আহমদ।
এছাড়া জমিয়তের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশা, জেলা যুব জমিয়তের সদস্য সচিব মাওলানা মাজহারুল ইসলাম, পৌর ছাত্র জমিয়তের আহ্বায়ক আশরাফ শাহীন, শাহদাত, নাজমুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাটি পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যৌথভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।
প্রতিবেদক: মুসাদ্দেক আল আকিব/
২৯ ডিসেম্বর ২০২৫