চাঁদপুরে বিএনপির বিক্ষোভের ‘আগেই’ মাইক নিয়ে গেছে ‘পুলিশ’

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘সাজানো মামলার’ রায়ের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত দেশব্যাপি কর্মসূচি হিসেবে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আগে মাইক নিয়ে গেল মডেল থানা পুলিশ।

২৩ জুলাই (শনিবার) বিকেলে এ অভিযোগ করেন জেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনির চৌধুরী চাঁদপুর টাইমসকে জানান, ‘আমরা মৌখিকভাবে চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামানের সাথে মুঠোফোনে অনুমতি নিয়েছি। তিনি আমাদেরকে পার্টি অফিসে করার অনুমতি দিয়েছেন। কিন্তু অনুমতি নেওয়ার পরও সমাবেশ আরম্ভ হওয়ার পূর্বেই পুলিশ আমাদের মাইক খুলে নিয়ে গেছে।’

ঘটনাস্থলে থাকা চাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার মনির আহমেদ জানায়, ‘অনুমতি না থাকায় মাইক নিয়ে যাওয়া হয়েছে।’

About The Author

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ৬:০০ পিএম, ২৩ জুলাই ২০১৬, শনিবার
ডিএইচ
Share