চাঁদপুরে বিআরটিসি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন।
২৪ ফেব্রুয়ারি বুধবার রাত ৯টার দিকে সদরের ওয়াপদা গেট এলাকায় কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- মাইক্রোবাস চালক আল-আমিন সরদার ও মামুন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিআরটিসি বাসটি লক্ষ্মীপুর থেকে চাঁদপুর হয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং মাইক্রোবাসটি বাবুরহাট থেকে চাঁদপুর বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে ওয়াপদা গেট এলাকায় আসলে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা দুজনেই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করেন।
দুর্ঘটনার বিষয়টি চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ নিশ্চিত করেছেন।
করেসপন্ডেট,২৫ ফেব্রুয়ারি ২০২১