ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্সবিহীন এবং ত্রুটিপূর্ণ গাড়ি চালানোর অপরাধে ১০টি মামলা ও গাড়ি থেকে ১২ হাজার ৬শ টাকা জরিমানা করেছে বিআরটিএ এর ভ্রাম্যমান আদালত।
সোমবার সন্ধ্যায় চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা ও মোরশেদুল ইসলাম। কাগজপত্র পরীক্ষা করেন চাঁদপুর বিআরটিএ এর সহকারি পরিচালক (ইঞ্জিঃ) শেখ মোঃ ইমরান।
চাঁদপুর বিআরটিএ এর সহকারি পরিচালক (ইঞ্জিঃ) শেখ মোঃ ইমরান জানান, বেপরোয়া ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস বিহীন পিকআপ, বাস ও সিএনজির কাগজ পত্র পরীক্ষা করে মোট ১০টি গাড়ির বিরুদ্ধে মামলা এবং ১১ হাজার ৬শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
প্রতিদিনই অপ্রাপ্ত বয়স্ক চালক, লাইসেন্স ও ফিটনেস বিহীন গাড়িতে বিআরটিএ এ অভিযান চলবে।
প্রতিবেদক- শরীফুল ইসলাম