চাঁদপুর

চাঁদপুরে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালতে ১৬ মামলা

গাড়ির আকার পরির্বতন করায় ১৬ টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা ট্রাক ও কভার্ড ভ্যানের সামনে-পেছনে অননুমোদিত বাম্পার ও দু’পার্শ্বে এ্যাঙ্গেল তাৎক্ষণিক অপসারণ করেছে চাঁদপুর বিআরটিএ।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রট সাইফুর রহমান শহরে বঙ্গবন্ধু সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

চাঁদপুর বিআরটিএ পরিদর্শক মেহেদী হাসান জানান, ‘ মিনিবাস, ,ট্রাক, কভার্ডভ্যানের সামনে-পেছন অননুমোদিত বাম্পার ও দু’পাশে তিনকোনা লোহা-স্টীলের পাত( এ্যাঙ্গেল) লাগিয়ে আকার- আকৃতি বা কাঠামো পরিবর্তন এবং ট্রাকের বডিতে চোখালো-ধারালো হুক সংযুক্ত করা ও ড্রাইভারের কেবিনের সম্মুখস্থ চ্যাসিসের বর্ধিত অংশ অপসারণ না করায় চাঁদপুর বিআরটিএ এ অভিযান পরিচালনা করে।

অননুমোদিত বাম্পার ও দু’পার্শ্বে এ্যাঙ্গেল লাগিয়ে চলাচলকারি ট্রাক, কভার্ডভ্যান বিরুদ্ধে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

চাঁদপুর বিআরটিএ সহকারী পরিচালক শেখ ইমরান জানান,,‘ট্রাক, কভার্ডভ্যানের সামনে-পেছন অননুমোদিত বাম্পার ও দু’পাশে তিনকোনা লোহা-স্টীলের পাত( এ্যাঙ্গেল) অপসারণ না করায় ১৬ টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ’

আনোয়ারুল হক
আপডেট, বাংলাদেশ সময় ৯ : ০৫ পিএম, ১৮ এপ্রিল ২০১৭,মঙ্গলবার
এজি

Share